নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার ঃ“করোনা সে ডরনা নেহি , লরনা হে ” জনগণের উদ্দেশ্যে এই বার্তা ডুয়ার্সের কালচিনির চুয়াপাড়া চা বাগানের চার বর্ষীয় শিশুকন্যা অনন্যা মহারাজের ।
প্রায় বারোদিন আগে করোনা পজিটিভ হয়ে আলিপুরদুয়ার শীলতোর্ষা সেভ হোমে বাবার সাথে গিয়েছিল চুয়াপাড়া চা বাগানের চার বছরের শিশু কন্যা অনন্যা। সে করোনা পজিটিভ হলেও তার মধ্যে কোনো উপসর্গ ছিলনা। পরবর্তীতে তার আবার লালারসের নমুনা সংগ্রহ হয় তাতে রেজাল্ট নেগেটিভ আসে । এবং গতকাল রাতে শীলতোর্ষা সেভহোম থেকে ঘরে ফিরে আসে চার বছরের শিশুকন্যা অনন্যা মহারাজ । এলাকায় ফিরে এসে সে জনগণের উদ্দেশ্যে বলে করোনা সে ডরনা নেহি ,লরনা হে । যেখানে করোনার ভয়ে অনেকে জুবুথুবু সেখানে চার বছরের শিশুকন্যা, যে সদ্য করোনা জয়ী হয়ে ঘরে ফিরেছে তার এই কথায় অনেকে বুকে বল পাবে বলে আশাবাদী অনন্যার পরিবারের লোকেরা । করোনা জয়ী চার বছরের শিশুকন্যাকে কুর্ণিশ জানিয়েছে এলাকার বাসিন্দারা ।