নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার বিভিন্ন এলাকায় লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হয় নিষ্ঠার সঙ্গে। শিলিগুড়ির দাগাপুরে রয়েছে লোকনাথ বাবার মন্দির। সেই মন্দিরে সারা বছর ধরেই লোকনাথ বাবার পুজো হয়। তার সঙ্গে লোকনাথ বাবা স্মরনে বিভিন্ন সামাজিক কাজ হয়। যদিও তিরোধান দিবসে সেই অনুষ্ঠান আরও অন্যমাত্রা পায়।
শিলিগুড়ি মহানন্দা পাড়ার উদয় শঙ্কর সরনি রোডে শুক্রবার লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় নিষ্ঠার সঙ্গে । স্থানীয় বিদ্যাচক্র কালিবাড়িতে এ-উপলক্ষ্যে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সংঘ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। এরমধ্যে বাবার বাল্য ভোগ, রাজভোগ, পূজার্চনা, পুস্পাঞ্জলি, যজ্ঞ প্রভৃতি কর্মসূচি ছিলো। বিকালে আধ্যাত্মিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরন হয়। লোকনাথ বাবার তিরোধান দিবসে গরিব দুঃখীদের পেট পুরে সেখানে প্রসাদ বিতরন করা হয়। লোকনাথ বাবা স্মরনে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সংঘ সারা বছর ধরেই অবশ্য বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকে।