নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার জলপাইগুড়ি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামছেন পদ্মশ্রী করিমুল হক। জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পদ্মশ্রী করিমুল হক জলপাইগুড়ি জেলা পরিষদের স্বাস্থ্য বিষয়ের ব্রান্ড এম্বাসেডর।সেকারনেই করিমুল হককে জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রচার করার জন্য আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি করিমুল হক প্রচারে নামবেন বলে জানিয়েছেন।
জলপাইগুড়ি জেলাতে কোয়ারেন্টাইন সেন্টার করা এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন সময় এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। এছাড়াও করোনা নিয়ে সাধারাণ মানুষের মধ্যে সচেতনতার অভাবের জন্যে প্রায়ই সমস্যায় পড়ছেন প্রশাসনের কর্মীরা। সেকারনেই জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পদ্মশ্রী বাইক এম্বুলেন্স দাদা করিমুল হককে আবেদন করলেন জেলা পরিষদের সভাধিপতি।সভাধিপতির আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন পদ্মশ্রী করিমুল হক। জলপাইগুড়ি জেলার মোট ৮০টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় বিডিওদের সাথে নিয়ে করিমুল হক করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করবেন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন করিমুলবাবু। সেখানেই ঠিক হয় খুব তাড়াতাড়ি বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় গিয়ে সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সরকারের বিভিন্ন পদক্ষেপ বোঝাবেন করিমুলবাবু। জেলার বিভিন্ন জায়গাতে সাধারন মানুষ প্রচারের অভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা, কোয়ারেন্টাইন সেন্টার সহ বিভিন্ন বিষয়ে রাস্তায় নেমে আসছে। পদ্মশ্রী করিমুল হক বলেন, করোনা মোকাবেলায় সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনীতি ভুলে গিয়ে কাজ করতে হবে, নাহলে এই সমস্যা আরো বাড়বে।