নিজস্ব সংবাদদাতা,মালদাঃআমফান ঝড়ের প্রভাবে ক্ষতির মধ্যে পড়েছেন মালদার আম চাষিরা।বাজার ধরতে না পেরে বিভিন্ন বাগানে বিপুল পরিমাণ আম পড়ে থেকে নষ্ট হচ্ছে।কোন বাগানে আবার সময় পেরিয়ে গেলেও গাছ থেকে আম পাড়ার কাজ শুরুই করতে পারেন নি চাষিরা।
একদিকে শ্রমিকের অভাব,তার ওপর আমফান ঝড়ের প্রভাব,সবেতেই আমচাষীদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে।এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েছেন মালদার আম চাষিরা।মালদা ফুড এন্ড ভেজিটেবিল ওনারর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার দাস বলেন,লকডাউন নিয়ে একটা সমস্যা ছিল আমচাষীদের।তার ওপর আমফান ঝড়ের প্রভাবে প্রায় বিপুল পরিমাণ আমবাগানে ক্ষতি হয়েছে।ঝরে পড়েছে বহু বাগানের আম।সময় পেরিয়ে গেলেও এখনো বাজারে আম নামানো যায় নি।আড়তে আম পচে থেকে নষ্ট হচ্ছে।পাইকার থেকে শুরু করে বিক্রেতাদের পাওয়া যাচ্ছে না।যার ফলে বাজার ধরার চরম সমস্যা তৈরি হয়েছে।এই অবস্থায় সরকারের সহযোগিতার দিকে চেয়ে রয়েছেন মালদার আম চাষিরা।