বড় দিনকে সামনে রেখে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা সঙ্গীত

নিজস্ব প্রতিবেদন : তুমি যতই দুঃখে থাকো না কেন,আর্ত অসহায় মানুষের সেবা করতে কখনো ভুলো না।সেবা করো সকলের জন্য। আর তোমার দুঃখ শেয়ার করার জন্য ঈশ্বর আছেন।তুমি তোমার দুঃখ শেয়ার করো ঈশ্বরের কাছে, কিন্তু একবারেের জন্যও অন্যের সেবা থেকে পিছু হটো না।আর এভাবেই প্রভু যীশু খ্রীষ্টকে স্মরন করে বড় দিনের প্রার্থনা সঙ্গীত শুরু করেছেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বড় দিনকে সামনে রেখে তাদের মাটিগাড়াস্থিত বি সি এফ চার্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে বিভিন্ন মানুষের মঙ্গল কামনায় এখন বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রার্থনা সঙ্গীত বা ক্যারল শুরু করছেন বলে অনিন্দিতাদেবী জানিয়েছেন। তিনি আরও বলেছেন,একটা পুরনো বছর শেষ হতে চলেছে। একটা নতুন বছর আসতে চলেছে। বড় দিন এবং নতুন বছরকে সামনে রেখে তাঁরা বেশি বেশি করে অভুক্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং শীত বস্ত্র বিতরণের কর্মসূচী গ্রহণ করতে চলেছেন।মানুষের সেবাতেই ঈশ্বর সেবা, মানুষের সেবাতেই প্রভু যীশুর সেবার ধর্ম বা মানব ধর্মের বার্তা রয়েছে বলে বিশ্বাস করেন অনিন্দিতাদেবী। আর সেই দর্শন থেকে তিনি শীত বস্ত্র সহ খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যন্ত চা বাগান বা বন বস্তিতে চলে যান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে করুন—-