আপনার স্বাস্থ্যের পরিস্থিতি জানুন,শুরু হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন : নো ইওর হেল্থ স্টেটাস।এই বার্তা নিয়ে শুরু হয়েছে বিনামূল্যে রক্ত পরীক্ষা, সুগার প্রেসার পরীক্ষা। তার সঙ্গে শরীরে এইচ আই ভি এইডস বাসা বেঁধেছে কিনা তার পরীক্ষাও শুরু হয়েছে। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস থেকে এই বিশেষ পরীক্ষা এবং সচেতনতার কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সেই কর্মসূচি পালিত হয় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া ফকদইবাড়ি মাঝাবাড়ি এলাকায়। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেল্থ এসোসিয়েশনের সহযোগিতায় জেলা এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল ইউনিট মূলত এই শিবিরের আয়োজন করে। বহু অনগ্রসর সাধারণ মানুষ সেই শিবিরে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করান।সকলের মধ্যে সেখানে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়। দার্জিলিং জেলা এইডস

প্রিভেনশন এন্ড কন্ট্রোল ইউনিটের জেলা আই সি টি সি সুপারভাইজার সিনচিনি সরকার জানিয়েছেন, আগামী কয়েকদিন ধরে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া সহ আশপাশের ব্লকগুলোর গ্রামগুলোতে এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে। মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং সকলের শারীরিক পরিস্থিতি জানতে এই “নো ইওর স্টেটাস ” বিষয়ক স্বাস্থ্য শিবির কর্মসূচি। এদিনের শিবির সফল করতে ওয়েস্টবেঙ্গল ভলান্টারি Shows এসোসিয়েশন থেকে সমাজসেবী সুচন্দ্রা মিত্র মাইতি সহ অন্য স্বেচ্ছাসেবীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —