
নিজস্ব প্রতিবেদন ঃ মাটিগাড়ার বালাসন সেতুর ওপর তৈরী বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হল শুক্রবার। প্রথমে সিটি অটো তারপর অন্য হালকা যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে,এইসব যানবাহন আপাততঃ এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবে না—
১. ১৫ টনের উপরে যানবাহন।
২. ভলভো বাস, দীর্ঘ রুটের বাস এবং ৪২ সিট এবং তার বেশি সিটের বাস।
৩. কোনো ধরনের পণ্যবাহী যানবাহন অনুমোদিত নয়।
৪. টোটো এবং রিকশা ভ্যান অনুমোদিত নয়
৫. ট্রাক অনুমোদিত নয়
যেসব যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচলের অনুমতি রয়েছে
১. দুই চাকার, তিন চাকার গাড়ি।
৩. ছোট গাড়ি, ট্যাক্সি এবং অন্যান্য ছোট যাত্রীবাহী যান ১৫ টন পর্যন্ত।
৩. স্কুল বাস
এই সেতুতে ২৪ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করতে বাগডোগরা ট্রাফিক গার্ডের অধীনে একটি বালাসন ট্র্যাফিক ফাঁড়ি স্থাপন করা হয়েছে। গার্ড রেল, ডিলিনেটর, আরপিএম রেডিও রিফ্লেক্টর ব্যবহার করে সঠিক লেন বিভাজন করা হয়েছে। চালকদের গাইড করার জন্য সিগন্যাল স্থাপন করা হয়েছে। সতর্কতামূলক এবং নির্দেশিকা সংকেত পাশাপাশি প্রদান করা হয়েছে। নজরদারির জন্য সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

যেহেতু, একপাশে ট্রাফিক পর্যায়ক্রমে চালানো হবে, চালকদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে এবং কোনও লেন লঙ্ঘন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।