নিজস্ব প্রতিবেদন ঃ ভয়াবহ পরিস্থিতি আমাদের পরিবেশের। এই মুহুর্তে সবচেয়ে বেশি জ্বলন্ত সমস্যা।
বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন,পরিবেশ রক্ষা নিয়ে তাই শিলিগুড়ি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
শিলিগুড়ি কলেজের জগদীশ চন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হয় সেই পরিবেশ সংক্রান্ত জরুরী আলোচনা সভা। মুম্বইস্থিত সুইচ অন ফাউন্ডেশনের কলকাতা শাখার উদ্যোগে এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশচিন্তক শিলিগুড়ি কলেজের প্রাক্তনী গ্রীনম্যান তুহিন শুভ্র মন্ডল, শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর, অধ্যক্ষ ড. সুজিত ঘোষ, ভূগোল বিভাগের অধ্যাপিকা ড. নিমা ডোমা লামা, অধ্যাপক ড. তরুণ দাস,আই কিউ এ সি কোঅর্ডিনেটর ড.ঝিনুক দাশগুপ্ত, সুইচ অন ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা সন্দীপন সরকার।
প্রথমেই সন্দীপনবাবু সুইচ অনের পক্ষ থেকে ভূমিকা মেলে ধরার পর তুহিন শুভ্র মন্ডল তুলে ধরেন বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, আবর্জনা ব্যবস্থাপনা,নদীর সঙ্কট, জীববৈচিত্র্য হ্রাসের সমস্যা। তার কথায় উঠে আসে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের নানান জরুরী পরিবেশ সমস্যার কথাও।
এরপর মূল্যবান বক্তব্য প্রদান করেন পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার অতীত ও বর্তমান পরিস্থিতির উল্লেখ করে শিক্ষার্থীদের এগিয়ে আসার কথাও বলেন জয়ন্তবাবু। অধ্যক্ষ ড. সুজিত ঘোষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কলেজের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। ড. নিমা ডোমা লামা এবং ড. তরুণ দাস তাদের বক্তব্যে তুলে ধরেন শিলিগুড়ির বায়ুদূষণের মান। সুইচ অন ফাউন্ডেশনের পক্ষে প্রদীপবাবু তাদের পূর্ববর্তী বিস্তৃত কাজের কথা তুলে ধরে শিক্ষার্থীদের এগিয়ে আসার কথাও বলেন।
আলোচনা সভায় উপস্থিত শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন পরিবেশ সংগঠন এবং উপস্থিত ভূগোল বিভাগ ও এন এস এস-এন সি সির ছাত্র-ছাত্রীরা তাদের সুচিন্তিত মতামতও প্রদান করেন।
বালুরঘাটের বাসিন্দা, শিলিগুড়ি কলেজের প্রাক্তনী গ্রীনম্যান তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ ইচ্ছে আছে অল্প দিনের মধ্যেই সুইচ অন ফাউন্ডেশনের মাধ্যমে শিলিগুড়ি কলেজে ই- ওয়েস্ট কালেকশন সেন্টার শুরু করার। আগামীতেও এই শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ভালো কিছু করার।’
সুইচ অন ফাউন্ডেশনের পক্ষে সন্দীপন সরকার জানান ‘ উত্তরবঙ্গে এর আগেই বালুরঘাটে আমরা কাজ করেছি। এখন শিলিগুড়ি থেকে আবারও সমগ্র উত্তরবঙ্গের জন্য পরিবেশ রক্ষার যৌথ কাজের আহ্বান রাখলাম’।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—