নিজস্ব প্রতিবেদন ঃ দেশ এবং সমাজের জন্য প্রতিনিয়ত অসামান্য সেবামূলক কাজ করে যাচ্ছে ভারতীয় নৌ সেনা। কিন্তু অনেকেই বিশেষ করে যুবসমাজ নৌ সেনার অনেক কাজের বিষয়ে অবহিত নয়। বিশেষ করে দার্জিলিং পাহাড়, সিকিমে যুব সমাজের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বা এয়ারফোর্স সম্পর্কে আগ্রহ থাকলেও ভারতীয় নৌসেনা সম্পর্কে আগ্রহ তেমন নেই। তাই ভারতীয় নৌসেনার আধিকারিকরা চান, যুবসমাজ ভারতীয় নৌসেনা সম্পর্কে আগ্রহ দেখাক। নৌসেনার সঙ্গে যুক্ত হয়ে যুব সমাজ দেশের সেবায় মনোনিবেশ করুক।নৌ সেনায় চাকরি করলে এখন প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে নৌসেনা। সেই কারণে নৌসেনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ এক অভিযান শুরু করেছে ভারতীয় নৌসেনা। সিকিম সহ পাহাড়ি অঞ্চলে চলছে তাদের সেই সচেতনতার কর্মসূচি। এরই মধ্যে নৌসেনার আধিকারিকসহ ১৬ জন নৌসেনা স্বেচ্ছাসেবী সোমবার গান্ধী জয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে স্বচ্ছতা অভিযান চালালেন।নৌসেনার আধিকারিক ও কর্মীরা নিজে হাতে মহানন্দার ধারে নোংরা আবর্জনা পরিষ্কার করলেন। তারা সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন করলেন। তারা জানালেন, পরিবেশ বা আপনার বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে আপনি রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন। শিলিগুড়ি নমামি গঙ্গে এবং মহানন্দা বাঁচাও কমিটি থেকে বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা সহ মহানন্দা বাঁচাও কমিটির সদস্যরা নৌসেনার ওই বিশেষ স্বচ্ছতা অভিযানের কর্মসূচিতে সামিল হন। নৌসেনার এই বিশেষ কর্মসূচির তারিফ করেন বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা। মহানন্দার চর দখল রুখতে এবং মহানন্দা বাঁচাতে জ্যোৎস্নাদেবীরা প্রতিবছর সূর্য সেন পার্কের পাশে উত্তরবঙ্গ পৌষমেলার আয়োজন করেন।ভারতীয় নৌসেনার আধিকারিক ক্যাপ্টেন সুধাকর এবং কমান্ডার অভিজিৎ কুমার জানিয়েছেন,ভারতীয় নৌসেনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–