নিজস্ব প্রতিবেদন ঃ একটা সময় তিনি অসাধারণ পার্কারসন শিল্পী ছিলেন। তার সঙ্গে সুন্দর নাট্য চর্চা করতেন। নাট্য ব্যক্তিত্ব হিসাবেও একটি পরিচিত নাম তিনি। হঠাৎই সেরিব্রাল স্ট্রোক হওয়ার পর তার নাট্য চর্চা থেকে পার্কারসনের শিল্প চর্চা বন্ধ হয়ে যায়। সেই শিল্পী সুমন্ত দত্তকে শনিবার সংবর্ধনা জানালো সাংস্কৃতিক সংস্থা কলাঙ্গন। শিলিগুড়ি হাকিম পাড়ায় কলাঙ্গন সাংস্কৃতিক সংস্থার ঠিকানা। বাচিক শিল্প থেকে শ্রুতি নাটক প্রভৃতি সংস্কৃতি চর্চায় কলাঙ্গন বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে সুনাম অর্জন করেছে।শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাইস্কুলের শিক্ষিকা তথা বাচিক শিল্পী এবং মানবিক গুনসম্পন্ন সমাজসেবী পৃথা সেন এই কলাঙ্গন সংস্থা খুলেছেন। সেখানে সংস্কৃতিপ্রেমী বহু গৃহবধূ তাদের সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানোর জন্য নাম লিখিয়েছেন। শনিবার বিকেলে শিলিগুড়ি রথ খোলার জ্ঞানদা সুন্দরী গ্রামীন গ্রন্থাগারের হল ঘরে কলাঙ্গনের তরফ “স্মরণে মননে স্বাদেশিকতায় রবীন্দ্রনাথ” বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ভাবনা থেকে মৃত্যুচেতনা, রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের বেঁচে থাকার আশ্রয়– সেই বার্তা নিয়ে কলাঙ্গনের শিল্পীরা এদিন সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেন।সেখানে বাচিক শিল্পী কৃষ্ণা কর থেকে শুরু করে নন্দিতা ভৌমিক এবং আরো অনেকে তাদের শিল্প-কর্ম মেলে ধরেন। সেই অনুষ্ঠানেই সংবর্ধনা জানানো হয় নাট্য ব্যক্তিত্ব তথা পার্কারসন শিল্পী সুমন্ত দত্ত ওরফে বুম্বাকে। সেরিব্রাল স্ট্রোকের পর সুমন্তবাবুর পা অসাড় হয়ে পড়েছে। তাঁর শিল্পচর্চা এখন বন্ধ। পরিত্রাণ সহভাগিতা থেকেও এদিন সুমন্ত দত্তকে সংবর্ধনা জানিয়ে কিছু সাহায্য করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গ্রন্থাগার আন্দোলনের কর্মী বীরেন চন্দকেও সংবর্ধনা জানানো হয়। বহু বছর ধরে উত্তর ধ্বনি নামে একটি মননশীল পত্রিকা প্রকাশ করে আসছেন বীরেনবাবু। বার্ধক্যে পৌঁছেও সেই মনন শীল পত্রিকা প্রকাশনার কাজ থেকে পিছিয়ে আসেননি বীরেন বাবু। এই ধরনের মানুষকে এদিন কলাঙ্গনের পক্ষ থেকে পৃথা সেনরা সম্বর্ধনা জানিয়েছেন। তার পাশাপাশি সেখানে বিশিষ্ট তবলা শিল্পী অনিমেষ গুপ্তকেও সম্বর্ধনা জানানো হয়। বয়স হয়ে যাওয়া সত্ত্বেও এখনো তবলা শিল্পে অনবদ্য অনিমেষবাবু। তাকেও তাই এদিন সম্বর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া খবরের ঘন্টা পত্রিকার সম্পাদক বাপি ঘোষকেও অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। আবৃত্তি, সংগীত সব মিলিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে সেই অনুষ্ঠান অন্য মাত্রা পায়। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে বিশেষভাবে সহযোগিতা করেন সুপ্রিয় ব্যানার্জি। উপস্থিত ছিলেন ওই গ্রন্থাগারের সভাপতি ধীমান বোস,অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক নন্দিতা ঘোষ প্রমুখ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–