- নিজস্ব প্রতিবেদন ঃ সমাজ বা দেশের জন্য কাজ করার ইচ্ছে থাকলেই কাজ করা যায়।শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বিমলেন্দু দাম কেন্দ্রীয় সরকারি দপ্তরের চাকরি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। এখন তিনি পেনশন পান। পেনশনের টাকাতেই তিনি এক মহান ব্রত নিয়ে কাজে নেমে পড়লেন।তাঁর স্ত্রী প্রতিমা দামও তাঁকে উৎসাহ দিলেন।সোমবার শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা দাসের হাতে দাম দম্পতি ষাট হাজার টাকার চেক তুলে দিলেন। আগামীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের উৎসাহিত করা হবে ওই অর্থে।এবছর ওই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে ৫০০ টাকা করেও দেওয়া হয়েছে। বিমলেন্দুবাবু বলেন, মেধাবী মেয়েরা পড়াশোনায় আরও এগিয়ে যাক সেজন্যই ওই প্রয়াস। মেধাকে মূল্যায়ন বা দাম দিতে দাম দম্পতির এই অবদানকে সবাই তারিফ করছেন।