নিজস্ব প্রতিবেদন ঃ ইচ্ছে থাকলেই উপায় হয়।মনে সদিচ্ছা থাকলেই সমাজের জন্য ভালো কাজ করা যায়। জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়া নিবাসী তপন গুহ রায় ওরফে “তবলা” তেমনই একটি মহৎ কাজ করলেন।আপদে বিপদে নিজের সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান , এটাই তাঁর পরিচয়।আর সেই পরিচয়কে আরও শক্তপোক্ত করে দিলেন তিনি।
নিজের জন্মদিন এবং প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে উত্তরবঙ্গের অন্যতম স্বেচ্ছা সেবী সংগঠন গ্রিন ভ্যালির হাতে তপনবাবু তুলে দিলেন একটি শববাহী গাড়ি,।এই প্রসঙ্গে তপন বাবু বলেন, আজ আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারলাম।
অপরদিকে গ্রিন ভ্যালির সম্পাদক প্রশান্ত সরকার এই প্রসঙ্গে বললেন , আমরা অনেক দিন থেকেই তপনবাবুর কাছে অনুরোধ করে আসছিলাম একটি শববাহী গাড়ি শহরবাসীর সুবিধার্থে দান করার জন্য, সেটি আজ সম্পন্ন হলো।