আজাদী কা অমৃত মহোৎসব স্মরনে সোনা রুপার কয়েন শিলিগুড়িতে, ব্যাপক উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদন ঃ ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। দেশবাসীর কাছে এ এক স্মরনীয় ঐতিহাসিক মুহুর্ত বলা যেতে পারে। আর আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আপনি বাড়িতে সোনা বা রুপার কয়েন সংগ্রহ করে রেখে দিতে পারেন। আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখেই চলে এসেছে একেবারে খাঁটি বা বিশুদ্ধ সোনা ও রুপার সব কয়েন। সঙ্গে থাকছে উপহারও। শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লীর যশোমতী জুয়েলারী প্যালেস এইসব নানা কয়েন নিয়ে মঙ্গলবার ২ আগস্ট থেকে শুরু করেছে এক প্রদর্শনী। এম এম টি সি প্যাম্পের সহযোগিতায় শুরু হয়েছে ওই প্রদর্শনী। প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্র থেকে আপনি শুধু আজাদী কা অমৃত মহোৎসব স্মরনে সোনা রুপার কয়েনই সংগ্রহ করতে পারবেন না, সামনে রাখি বন্ধন বা গনেশ চতুর্থী রয়েছে। সেসব উৎসব স্মরনেও আপনি ওইসব বিশুদ্ধ সোনা রুপা সংগ্রহ করতে পারবেন। এরসঙ্গে বৈচিত্র্যময় আরও অনেকরকম কয়েন রয়েছে সোনা রুপার যা গ্রাহকদের মন কাড়তে চলেছে মঙ্গলবার থেকেই।শিলিগুড়ি যশোমতী জুয়েলারি প্যালেসে এরকম প্রদর্শনী এই প্রথম। যশোমতী জুয়েলারি প্যালেসের অন্যতম প্রধান কর্নধার সুব্রত রায়কর্মকার জানিয়েছেন, ১২ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সকাল এগারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত গ্রাহকরা সেখানে গিয়ে নিজের পছন্দমতো সব কয়েন কিনতে পারবেন।মুম্বাই, বেঙ্গালুরুর সঙ্গে একই দরে তা কেনা যাবে।স্থানীয় মানুষদের কাছে এটাও একটি সুবর্ণ সুযোগ।