স্বামীজির আদর্শে দেশপ্রেম ও সেনাবাহিনীতে যোগদান

নিজস্ব প্রতিবেদন ঃ স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়েই টানা ত্রিশ বছর ভারতীয় সেনাবাহিনীতে তিনি সেবা দিয়েছেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী থেকে তিনি অবসরগ্রহণ করেন।অবসরগ্রহনের পর তিনি এখন তাঁর স্মৃতিচারনায় জানালেন, স্বামী বিবেকানন্দের ভাব ও আদর্শে উদ্বুদ্ধ হয়েই তিনি দেশ সেবা করবেন বলে ভারতীয় সেনাবাহিনীতে নাম লিখিয়েছিলেন।
শিলিগুড়ি শিবমন্দির ফাঁসি দেওয়া মোড় এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য তাঁর স্মৃতিচারনায় আরও জানাচ্ছেন, সেনাবাহিনীতে তিনি আধিকারিক পদে ছিলেন।এমনকি জম্মু কাশ্মীরেও কর্মরত ছিলেন।বহু দেশ সেবার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এখন অবসর নিয়েও দেশ সেবা তাঁকে পিছু ডাকে।তাই পেনশনের টাকায় তিনি এখন খুলেছেন স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস ফাউন্ডেশন। প্রয়াস ফাউন্ডেশনের মাধ্যমে চলছে তাদের পরিবেশ দূষন বিরোধী কার্যকলাপ। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশ্বজিৎবাবু যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবার কাজে নামার আহ্বান জানিয়েছেন। বিশ্বজিৎবাবুর স্ত্রী পম্পা ভট্টাচার্য জানিয়েছেন, স্বামীজির আদর্শে তিনিও ছোট থেকেই উদ্বুদ্ধ। আর দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে নাম লেখানোতেই তিনি বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।