নিজস্ব প্রতিবেদন ঃ বাজারে গেলেই এখন দামের ঝাল। আগুনের ছোঁয়া লাগছে গৃহস্থদের।গত কয়েকদিন ধরে সবজির দাম ভয়ানক বেড়েছে । পটল – ৬০ থেকে ৮০ টাকা প্রতি কেজি ,ঝিঙে ৫০ টাকা কেজি,কচু ১ টুকরো ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা, বেগুন ৫০/ ৬০ টাকা, আদা ২৫০ – ৩০০ টাকা প্রতি কেজি, ,লংকা ২৫০ টাকা কেজি ,টমাটো ১২০ টাকা কেজি । কিন্তু হঠাৎ সব্জি বাজারে আগুন কেন, সে প্রশ্ন দেখা দিয়েছে গৃহস্থের মনে । বিক্রেতাদের বক্তব্য হলো বর্ষা কাল চলছে ।বৃষ্টির জন্য বাজারে সব্জির আমদানী কম হচ্ছে। তাই দাম বেড়েছে। কিন্তু বেশি দামে সবজি কিনতে নাভিশ্বাস উঠছে গৃহস্থের।
অতিরিক্ত দাম নেওয়ার
অভিযোগ পেয়ে অভিযানেও নেমে পড়েছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। কেনো এতো দাম বেড়েছে সেটাও পাইকারি ব্যবসায়ীদের কাছথেকে জানতে চাইছেন আধিকারিকরা। খুচরো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। জলপাইগুড়ির প্রধান বাজার দিন বাজারে রবিবার অভিযান চালায় পুলিশ৷
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-