নিজস্ব প্রতিবেদন ঃ চিকিৎসক দিবসকে সামনে রেখে শনিবার গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন থেকে বিভিন্ন চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়। সংস্থার জাতীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মার নেতৃত্বে সংস্থার সদস্যরা নিবেদিতা নার্সিং হোমের ডিরেক্টর তথা বিশিষ্ট ফুসফুস ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ সি পি শর্মাকে বিশেষ সন্মান জানান।তার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ডাঃ উজ্জ্বল কুমার, ডাঃ ইশা শর্মা, ডাঃ অজিত ছেত্রী, ডাঃ করন যোশী,ডাঃ নীরজ ছেত্রী, ডাঃ প্রনিত কুমার, ডাঃ আর পি শর্মা, দিব্যা গুপ্তা,রাকেশ শেঠী,সুনেনা আগরওয়ালা প্রমুখ চিকিৎসককে তাঁরা সংবর্ধনা জানিয়েছেন বলে সমাজসেবা বিন্দু শর্মা জানিয়েছেন।ওইসব চিকিৎসকের চেম্বার বা নার্সিং হোমে গিয়ে ফুল,মিস্টি এবং খাদা দিয়ে শ্রদ্ধা জানান। সমাজে চিকিৎসকদের অবদানকে শ্রদ্ধা জানাতেই তাদের ওই বিশেষ অনুষ্ঠান বলে বিন্দুদেবী জানান।বিন্দুদেবীর সঙ্গে জি এইচ আর পিস ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মধ্যে সারিকা গুপ্ত, পম্পা রায়, সাগরিকা তেওয়ারি, প্রীতি গুপ্ত, গায়ত্রী শর্মা উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-