নিজস্ব প্রতিবেদন ঃ সর্বকালীন সময়ের সব থেকে বেশি মাসিক আয় করলো এনবিএসটিসি, ১৫ কোটি ৭৫লক্ষ টাকা। অতীতে সর্বাধিক ১৫ কোটি ৩৫ লক্ষ টাকা আয় থাকলেও সেই রেকর্ড পেরিয়ে গত মে মাসে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বৃহস্পতিবার পরিবহন ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ওই তথ্য দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, অতীতে কর্মী সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ৫৫লক্ষ কিলোমিটার চলার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মাসিক সর্বোচ্চ আয় ছিল ১৫ কোটি ৩৫ লক্ষ টাকা। কিন্তু গত মে মাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী কম থাকা সত্বেও ৫১লক্ষ কিলোমিটার রান করে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সর্বকালীন সর্বোচ্চ মাসিক আয়। আগামী দিনে মাসে ১৭ থেকে ১৮ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তিনি আরো জানান, দুর্গা পুজোর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আয় বাড়াতে পঞ্চাশটি ইলেকট্রিক বাস রাস্তায় নামাতে চলেছে। তার জন্য পাঁচটি ডিপকে চিহ্নিত করে সেখানে চার্জিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আয় বাড়াতে প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে বাস পরিষেবা চালু করা হচ্ছে। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবা চালু করা হবে। সপ্তাহে তিনদিন শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশে বাস ছাড়া হবে। আবার সপ্তাহে তিন দিন কাঠমান্ডু থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস ছাড়া হবে।