নিজস্ব প্রতিবেদন ঃ রক্তের সঙ্কট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি হাকিম পাড়া গিরিশ ঘোষ নিবাসী সুকান্ত বসু। রক্তের সংকট মেটাতে বহুবার রক্তদান শিবিরের আয়োজন করেছেন সুকান্তবাবু। রবিবার আবারো তিনি একক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষারত্ন সামসুল আলম। সুকান্তবাবুর এই উদ্যোগে বহু মানুষ পাশে আসেন এবং স্বেচ্ছায় রক্ত দান করেন।