নিজস্ব প্রতিবেদন:উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো শুক্রবার। এদিন শিলিগুড়িতে এই ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা শুরু করেন ডি আর এম কাটিহার সুরেন্দ্র কুমার।*
শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এন এফ রেলওয়ের একাধিক আধিকারিক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলের ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা শুরু ঘিরে উদ্দীপনাও ছিলো রেল কর্মীদের মধ্যে ।ডি আর এম কাটিহারের সঙ্গে সঙ্গে রেলের একাধিক আধিকারিক পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করান এই লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের।এই শুভ মুহুর্তকে স্মরনীয় করে রাখতে পুজোও অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি কেক কাটার পর্ব চলে ।অনুষ্ঠান পর্বের শেষে কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন,নতুন বছরে নুতন উপহার নিয়ে উত্তর পূর্ব ভারতের রেল এই প্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে হাজির হয়েছে। পরীক্ষামূলকভাবে ৮ টি পথ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে।মোটামুটি এই ইঞ্জিন তৈরি করতে সাড়ে ১১ কোটি টাকা খরচ হয়েছে বলে ডি আর এম জানান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :