বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সন্মান প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ ফেব্রুয়ারী মাস ভাষা দিবসের মাস।একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সেই বিশেষ দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন স্থানে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ এ প্রসঙ্গে বলেছেন, একুশে ফেব্রুয়ারি পালনের জন্য সবাই যেমন প্রস্তুতি নিতে শুরু করেছেন তেমনই তাঁরা বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছেন।বাংলা ভাষা বহু পুরনো একটি ভাষা, বাংলা ভাষার গৌরব গোটা পৃথিবীতে অন্যরকম। তাই এই ভাষা অবশ্যই ধ্রুপদী সম্মান পেতে পারে। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার ও চর্চা বৃদ্ধি পায় তারজন্যও আবেদন জানাচ্ছেন সজলবাবুরা।