কালী পুজোর প্রাক্কালে গ্রামের মেয়েদের নতুন বস্ত্র দান

নিজস্ব প্রতিবেদন ঃ প্রতি বছর দুর্গা পুজো এলেই অনগ্রসর মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর নিবাসী সমাজসেবী শিবেশ ভৌমিক। এবার পুজোর মুখে তাঁর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে সেই বস্ত্র বিতরণের কাজটি তিনি করতে পারেননি। কিন্তু কালী পুজো ও ছট পুজোর আগে বস্ত্র বিতরনে মেতে উঠলেন শিবেশবাবু। মঙ্গলবার বিধান নগরের পাইকপাড়া এলাকার চারটে বস্তি বা গ্রামের এক হাজার মেয়ের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন শিবেশবাবু। সেই সঙ্গে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, প্রতি বছর যেন এভাবেই অসহায় অনগ্রসরদের মুখে হাসি ফোটানোর সুযোগ তাঁকে দেওয়া হয়। বিধান নগর ব্যবসায়ী সমিতির সভাপতি পদেও রয়েছেন শিবেশবাবু। ব্যবসায়ী হলেও তাঁর রয়েছে এক সংবেদনশীল মন এবং মানুষের সেবা করার ভাবনা। এদিন তাঁর এই শুভ কাজের তারিফ করেন স্থানীয় বহু মানুষ। বস্ত্র বিতরনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জে ডি এর সদস্য কাজল ঘোষ, বিধান নগর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মানস দাস, প্রাক্তন গ্রাম পঞ্চাায়েত প্রধান টুলটুলি সরকার, সীতম পাল, মিতা চৌধুরী প্রমুখ।
—————————