নিজস্ব প্রতিবেদন ঃ বিনামূল্যে বস্ত্র বিতরণের কাউন্টার খুলতে চলেছে শিলিগুড়ির চম্পাসারিতে।জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ক্লাবের কাছে ওই বিশেষ বস্ত্র বিতরণের কাউন্টার খোলা হবে মহালয়ার দিন।পাঁচ বছর থেকে কুড়ি বছর বয়সীরা সেই কাউন্টারে উপস্থিত হয়ে নিজেদের পছন্দ অনুযায়ী জামাকাপড় সংগ্রহ করতে পারে।তবে বস্ত্র সংগ্রহ করার আগে সকলকে কূপন সংগ্রহ করতে হবে। যারা আর্থিক দিক থেকে অনগ্রসর তারাই সেই নতুন বস্ত্র বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনের কাছ থেকে সেই কূপন সংগ্রহ করতে হবে। দিলীপবাবুর উদ্যোগেই পুজোর মধ্যে অনগ্রসর ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এই বিশেষ উদ্যোগ।আবার বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এবারই প্রথম পুজো পরিক্রমার আয়োজন করতে চলেছেন ওয়ার্ড কাউন্সিলর এবং সমাজসেবী। ওয়ার্ড কাউন্সিলর নির্বচিত হওয়ার আগে তিনি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করতেন।এখন সেই সামজিক কাজ আরও বেড়ে গিয়েছে। এবারে বৃদ্ধ বৃদ্ধাদের পুজো পরিক্রমার সময় তিনি সকলকে ধুতি ও শাড়ি বিলি করবেন বলে দিলীপবাবু।তাছাড়া চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ক্লাবের তিনি সভাপতি। চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে এবারও সেই থিম পুজোর প্রস্তুতি চলছে। পুজো উপলক্ষে সেখানে মেলা বসে। প্রচুর দর্শনার্থীর ভিড় জমে সেই মাঠে।এবারও জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে সেই পুজোর মাত্রা অন্য পর্যায়ে পৌঁছচ্ছে বলে দিলীপবাবু জানান।এরজন্য সেখানে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-