শিলিগুড়ি জেলা হাসপাতালে ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টারের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।তবে আপাতত শিলিগুড়ি জেলা হাসপাতালে অস্থায়ী রূপে এই কেমোথেরাপির কাজ শুরু হবে। বৃহস্পতিবার ফিতে কেটে এই কেমোথেরাপি সেন্টারের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ক্যন্সার আক্রান্ত রোগীরা এখন থেকে এখানেই বিনামূল্যে কেমোর সুবিধা নিতে পারবেন।