এনএইচপিসির উদ্যোগে হিন্দি পক্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এন এইচ পি সির শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয় হিন্দি পক্ষ উদযাপনের কর্মসূচি নিয়েছে। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে সৌহার্দ্য স্থাপনের ভাবনা নিয়ে এনএইচপিসি প্রতি বছর সেপ্টেম্বর মাসে হিন্দি পক্ষ উদযাপন করে। আর এই সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।বুধবার এনএইচপিসির অনুসন্ধান বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াই শ্রীনিবাস প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পক্ষ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন। সেখানে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর হিন্দি ভারতের অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি পায়।এরপর থেকে সেপ্টেম্বর মাসে হিন্দি ভাষার জন্য নানা অনুষ্ঠান হয়ে আসছে।১৪ সেপ্টেম্বর হিন্দি দিবসও উদযাপিত হয়। অনুষ্ঠানে এনএইচপিসির অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার দেবেন্দ্র কুমার, ডেপুটি জেনারেল ম্যানেজার মিহির কুমার মিশ্র, বিকেসিং সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার সত্যেন্দ্র কুমার সিং।