শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো

নিজস্ব প্রতিবেদন ঃ আমরা গাই প্রকৃতির গান,বাঁচাবো সবুজ হাসবে প্রান।এটাই এবার শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর থিম।সোমবার পয়লা আগস্ট ওই ক্লাব চত্বরে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত, মানিক দে,মুন্না প্রসাদ, ওয়ার্ড কাউন্সিলর তথা ক্লাব কর্মকর্তা পিংকি সাহা, বিবেকানন্দ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। শিলিগুড়ির সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো। প্রতিবছরই এই ক্লাবের পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপছে পড়ে। ক্লাবের কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে সবুজ।চারপাশে ভরে যাচ্ছে কংক্রিটের বিল্ডিং। কিন্তু সবুজ পরিবেশ আমাদের কতটা প্রয়োজন সেটাই মেলে ধরা হচ্ছে তাদের পুজোর থিম।এদিন খুঁটি পুজো হওয়ার সঙ্গে সঙ্গে পুজো মন্ডপ নির্মানের কাজ শুরু হয়ে যাচ্ছে। পুজো উপলক্ষে তাদের বস্ত্র বিতরণ কর্মসূচিও রয়েছে।