স্বাধীনতা দিবসের ওপর কবিতা

শিল্পী পালিত ঃ আগস্ট মাস পড়েছে। সামনে ১৫ আগস্ট, দেশের স্বাধীনতা দিবস। আজ উত্তর ২৪ পরগণার শিবানি বিশ্বাসের একটি কবিতা প্রকাশিত হল–

#স্বাধীনতা

চুয়াত্তর বছর ধরে আমাকে দেওয়া অবাধ স্বাধীনতায়
যখন প্রতিদিনের হিসেব বুঝিয়ে দিতে হয়
প্রতি লহমায় খুঁজে ফিরি তোমাকে…
সময়-মাপা প্রাত্যহিকীতে
তুমি হারিয়ে যাও নুন-তেল-চালের হিসেবে
যেগুলো নিক্তি মেপে ওজন করে দিতে হয় সবাইকে !
অথচ প্রতিবছর জানতে পারি
আমাদের স্বাধীনতার বর্ণময় উদযাপন…

তোমাকে খুঁজতে গিয়ে
যোজন যোজন দু:খ নির্জনে ঝরার বেলায়
ঠোঁট-চাপা মুখে হাসি ছড়িয়ে দিতে হয়
বুঝিয়ে দিতে হয় সুখী সুখী গল্প!
একপেট ইচ্ছেগুলো প্রতিদিন দমচাপা হতে হতে
তোমাকে আজও রহস্যময় বলেই মনে হয়
অথচ প্রতিবছর দেগে দেওয়া আমাদের জীবনে
তুমি রম্যকাহিনী হয়েই থেকে যাও আমার কাছে …

প্রতিবছর জানতে পারি আমরা স্বাধীন
আমাদের স্বপ্নেরা স্বাধীন
আমাদের ইচ্ছেরা স্বাধীন
আমাদের বিজয়পতাকা দিকে দিকে উড়ে চলেছে…
অথচ আমার কুড়িয়ে পাওয়া স্বাধীনতাদিবসে
বাড়ি ভর্তি সকলের ছুটির দিনে
রান্নাঘরে হিসেব কষার সময়
সামান্য নুন কম হলে আমার স্বাধীনতা কোথায়
আজও বুঝতে পারি না !

চুয়াত্তর বছরে আমায় দেওয়া স্বাধীনতায়
তোমাকে আজও খুঁজে বেড়াই
নিয়মের বেড়াজালে স্বাধীনতা পেতে পেতে …

#শিবানী_বিশ্বাস

Shibani Biswas
C/O— Dipak Biswas
Purbachal , Palta
PO. Bengal Enamel
Dist. North 24 Pargana
Pin no. 743122