নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ করোনার মতো ভয়াবহ রোগের সঙ্গে সামনের সারিতে থেকে লড়াই করছে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সাফাই কর্মীরা।সেই সাফাই কর্মীদের হাতে রাখি পড়িয়ে তাদের সংবর্ধনা জানালো জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন। সংবর্ধনার পাশাপাশি প্রায় ৪০জন সাফাই কর্মীকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জলপাইগুড়ি পুরসভার ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০জন সাফাই কর্মীকে আজ সংবর্ধনা দেওয়া হয় শহরের জোড়াবাতি মোড়ে। করোনার সঙ্গে দীর্ঘ কয়েক মাস থেকে সামনের সারিতে থেকে লড়াই করছে জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। সাধারণ মানুষ বাড়িতে ঘরবন্দি থাকলেও সেই সাধারণ মানুষের বাড়ি বা এলাকা সাফাই করে এই সাফাই কর্মীরা তাদের জীবনকে বাজি রেখে কাজ করছে। জলপাইগুড়ি শহরের রবীনহুড নামে মহিলা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে রাখি পড়িয়ে তাদের নিজেদের ভাই ও বন্ধু বানিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় উদ্ধোগতাদের পক্ষথেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।