![IMG_20220702_094959](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220702_094959-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ রথের মাধ্যমে গাছ লাগাও পরিবেশ বাচাও,সেফ ড্রাইভ সেভ লাইফ এবং নেশা মুক্ত সমাজ গঠনের বার্তা দিলো শিলিগুড়ি ইসকন। শুক্রবার শিলিগুড়িতে রথযাত্রা উৎসবের প্রধান আকর্ষণ ছিলো ইসকনের রথ। এই রথযাত্রা উৎসবে রাশিয়া থেকেও ইসকন ভক্তরা এসে যোগ দেন।
শিলিগুড়ি ইসকন রথে বলদেবের রথ এদিন উদ্বোধন করেন পুলিশের উত্তরবঙ্গ রেঞ্জের আইজি ডি পি সিং।জগন্নাথ দেবের রথ উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। অনুষ্ঠানে শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিলিগুড়ি ইসকনের তরফে নামকৃষ্ণ দাস জানিয়েছেন,
শ্রীক্ষেত্র-পুরীধামে শুভ রথযাত্রার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বব্যাপী এই রথযাত্রা উদযাপিত হচ্ছে।১৯৬৭ সালে আমেরিকার সান-ফ্রানসিস্কো শহরে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে ইসকন রথযাত্রার সূচনা হয়। বিগত দুটি বছর করোনা আবহের জন্য ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হয়নি।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)