প্রতি শনিবার দুপুরে বিনা পয়সায় ব্রেইন টিউমার আক্রান্তদের চিকিৎসা ডাঃ মলয় চক্রবর্তীর

নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার পয়লা জুলাই ছিলো প্রয়াত মুখ্যমন্ত্রী ও ভারত রত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটি গোটা দেশে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আর বিশেষ এই দিনে উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ নিউরোসার্জন তথা ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের শিলিগুড়ি শাখার সভাপতি ডাঃ মলয় চক্রবর্তী গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করলেন।
এখন থেকে প্রতি শনিবার দুপুর দুটা থেকে চারটে পর্যন্ত বিনা পয়সায় ব্রেইন টিউমার আক্রান্ত রোগীদের চিকিৎসা করবেন ডাঃ মলয় চক্রবর্তী। শিলিগুড়ি এস এফ রোডের নার্সিং হোমে তিনি ওই পরিষেবা দেবেন।একইসঙ্গে উপযুক্ত অভিভাবকের অভাবে যেসব পরিবার ফ্যামিলি চিকিৎসক রাখতে পারছেন না তাদের জন্য তাঁরা ফ্যামিলি চিকিৎসকদের একটি টিম গঠনের ভাবনায় রয়েছেন বলে জানিয়েছেন ডাঃ মলয় চক্রবর্তী। চিকিৎসক দিবস উপলক্ষে এদিন আইএমএ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে শিলিগুড়িতে। এদিন বর্ষীয়ান শল্য চিকিৎসক ডাঃ এস পি ব্যানার্জী, টিকারাম শর্মা প্রমুখকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডাঃ মলয় চক্রবর্তী। সপ্তাহে একদিন বিনা পয়সায় ব্রেইন টিউমার আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাঁর ওই ঘোষণা বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। প্রসঙ্গত শিলিগুড়ি তথা উত্তর পূর্ব ভারতে মস্তিষ্ক চিকিৎসার ক্ষেত্রে ইতিমধ্যে বিরল নজির তৈরি করেছেন ডাঃ মলয় চক্রবর্তী।