করোনা পরিস্থিতির মধ্যেই শিলিগুড়িতে হার্ট অপারেশনে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদন ঃ বর্তমান করোনা পরিস্থিতিতে উত্তর পূর্ব ভারতের হার্টের রোগীদের জন্য সুখবর। এই করোনা পর্বেই হার্টের বিভিন্ন অপারেশন শুরু হয়েছে শিলিগুড়িতে যা এতদিন এখানে সম্ভব ছিল না।এতদিন হার্টের বিভিন্ন অপারেশনের জন্য শিলিগুড়ি বা উত্তর পূর্ব ভারতের মানুষকে কলকাতা বা দক্ষিন ভারতের রাজ্যগুলোতে যেতে হচ্ছিল। এরজন্য অনেক খরচ যেমন হতো তেমনই অনেকটা সময়ও নষ্ট হোত।শিলিগুড়ি কিন্তু সেই অর্থে হার্টের চিকিৎসায় নতুন ইতিহাস রচনা করলো এই করোনার দুর্যোগ পর্বেই।গত একমাসের মধ্যে শিলিগুড়িতে সাতটি বাইপাস অপারেশন হয়েছে। কলকাতার বি এম বিড়লা থেকে শিলিগুড়ি এসে এই হার্টের শল্য চিকিৎসায় শোরগোল ফেলে দিয়েছেন ডাঃ দেবব্রত বিশ্বাস। শিলিগুড়ি সেভক রোডের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতালেই সেইসব অপারেশন শুরু করেছেন ডাক্তার বিশ্বাস।তবে তিনি এখানেই থেমে থাকতে রাজি নন,শিলিগুড়িতে তিনি শীর্ঘই কৃত্রিম হার্ট বসানো বা হার্ট প্রতিস্থাপনের মতো আরও গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন বলে শুক্রবার নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, মূলত শিলিগুড়িতে কার্ডিয়াক চিকিৎসার উন্নতির জন্য ই তাঁর এখানে আসা। এখানকার মানুষের খরচও একটু কমেছে। তাছাড়া করোনার এই দুর্যোগের সময় শিলিগুড়ি বা উত্তর পূর্ব ভারতের মানুষকে হার্টের চিকিৎসায় বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না।সেদিক থেকে এই সব অপারেশন নতুন যুগান্ত এনেছে তা বলাই বাহুল্য। শুক্রবার আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সুশান্ত রায়, কার্ডিয়াক সার্জন ডাঃ দেবব্রত বিশ্বাস, কার্ডিয়াক এনাসথেসিস্ট ডাঃ তারাপদ দাস, মেডিক্যাল ডিরেক্টর ডাঃ এ কে খান্ডেলওয়াল প্রমুখ সাংবাদিকদের সামনে হার্টের চিকিৎসার ওই সব তথ্য জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আধুনিক পদ্ধতিতেই হার্টের সব অপারেশন হচ্ছে শিলিগুড়িতে। আর যাদের অপারেশন হয়েছে সেই সব রোগীরাও ভালো আছেন।