মেধাবী অভিজিৎকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন ঃ ইউপিএসসি পরীক্ষায় গোটা দেশে নজর কেড়েছেন শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তরুন অভিজিৎ রায়। গোটা দেশে তাঁর র‍্যাংক ৫০ যা উল্লেখ করার মতো।ফলে মঙ্গলবার বিকাল থেকে মেধাবী অভিজিৎকে সংবর্ধনা জানানোর পালা শুরু হয়েছে। অভিজিৎ এর বাবা একজন চিকিৎসক, ডাঃ মুকুল রায়। কিছুদিন আগেও তিনি সরকারের লেপ্রসি বিভাগে চাকরি করার সময় কুষ্ঠ আক্রান্ত বহু মানুষকে সেবা দিয়েছেন। বহু কুষ্ঠ আক্রান্ত রোগী তাঁর মাধ্যমে উপকৃত হয়েছেন। শিলিগুড়ি শহরকেন গর্বিত করায় মঙ্গলবার মেয়র গৌতম দেব তাঁর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। বুধবার শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ অভিজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন।