
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলা পুলিশ ওয়েলফেয়ার সমিতি থেকে পুলিশ কর্মী ও আধিকারিকের যে সমস্ত ছেলেমেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছে তাদের সংবর্ধনার পাশাপাশি উৎসাহ দিতে স্কলারশিপের টাকার চেক দেওয়া হলো বুধবার। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে জেলার ১৫ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াকে চেক দেওয়া হয়। পুলিশ সুপার দেবর্ষি দত্ত চৌধুরী নিজে হাতেই চেক তুলে দেন।
