ঈদ মানেই যেন সেমাই, বাজারে এখন রকমারি সেমাই

নিজস্ব প্রতিবেদন ঃ দোরগোড়ায় ঈদুল ফিতর।উত্তর দিনাজপুরের দাসপাড়া বাজারে এখন রকমারি সেমাইয়ের ছড়াছড়ি। ঈদের আগে চোপড়ার দাসপাড়ায় বাংলা, বিহারের সঙ্গে টক্কর দিচ্ছে পাটনার সেমাই। একেক রকম সেমাইয়ের একেক রকম রূপ, একেক রকম স্বাদ। ফারাক রয়েছে দামেরও। কিশনগঞ্জের সেমাই কেজি প্রতি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, কলকাতার সেমাইয়ের দাম কেজি প্রতি ১৮০ টাকা থেকে ২০০ টাকা,পাটনার সেমাই কেজি প্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, এবং লোকাল সেমাই ৮০টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ঈদ মানেই যেন সেমাই। তাই বাজারে এসেছে রকমারি সেমাই। করোনা পরিস্থিতিতে গত দু’বছর মাঠে ঈদের নমাজ পড়া হয়নি। বাজারে বিক্রিও ছিল কম। তবে এই বছর বাজারে ভিড় থাকায় লাভের আশায় বুক বেঁধেছেন দেবদাস বিশ্বাস ,আবদুল রহিম, মংলু মোঃ, মোঝেরুল ইসলামরা ।