গোপাল রায়, শিলিগুড়ি ঃঃ আগামী ৫ মে থেকে ১১ মে পর্যন্ত পুনের খান্ডালাতে জাতীয় কুডো মিক্স মার্শাল আর্ট অনুষ্ঠিত হতে চলেছে। তাতে এরাজ্যের ১০ জন প্রতিযোগী যোগ দিতে চলেছে। উত্তরবঙ্গ থেকে যাচ্ছে সাত জন,বাকি তিনজন দক্ষিনবঙ্গের। শিলিগুড়িতে কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশনের উত্তরপূর্বের অধিকর্তা তথা পশ্চিমবঙ্গের সভাপতি সহদেব বর্মন বৃহস্পতিবার এই খবর দিয়েছেন।
সহদেববাবু আরও জানিয়েছেন, চার তারিখ তারা রওনা দিচ্ছেন। খান্ডালার এই জাতীয় প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে বা যারা এক থেকে দশের মধ্যে থাকবে তারা গুজরাটের সুরাটে অনুষ্ঠেয় অক্ষয় কুমার চ্যাম্পিয়নশীপে যোগ দেওয়ার সুযোগ পাবে।
এই প্রতিযোগিতায় যোগদানের জন্য রাত জেগে সহদেববাবুর একাডেমিতে কিছুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে কিছু ছেলেমেয়ে। এরমধ্যে প্রীতি ঘোষ, বিনায়ক প্রধান, ঈশিকা রায়, তৃষিকা ঘোষ, উজ্জ্বল নাথ,স্বরূপ ঘোষদের মতো কুডো খেলোয়াড় রয়েছে। এরা এর আগে অনেক সোনা, রুপো জিতে এসেছে। আত্মরক্ষার জন্য এখন অনেক মেয়ে তাদের কাছে কুডো শিখতে আসছে বলে সহদেববাবু জানান।