এনজেপিগামী বিভিন্ন ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদন ঃ দোলযাত্রার সময় থেকে পর্যটক উপছে পড়েছে দার্জিলিং ও সিকিমে।এইসময় পাহাড়ে তিল ধারনের জায়গা নেই। এরমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে রানওয়ের মেরামত চিন্তায় ফেলেছে ভ্রমন ব্যবসায়ীদের।তাঁরা তাই এনজেপিগামী বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ বা আসন সংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন ভারতীয় রেলকে।শিলিগুড়িতে বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু এমন কথাই জানিয়েছেন খবরের ঘন্টাকে।তিনি বলেছেন, করোনা সংক্রমণ একটু কমতেই মানুষ চারদিকে ভ্রমণে বেরিয়ে পড়েছেন।