যানজট কমাতে শহরের বসতিপূর্ন এলাকা থেকে গুদাম ও কারখানা সরাতে উদ্যোগী পুরসভা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরের যানজট কমাতে এবার শহরের ভিতরে বসতিপূর্ণ এলাকায় থাকা গুদাম এবং কারখানা সরানোর উদ্যোগ নিলো শিলিগুড়ি পুরসভা। শনিবার শিলিগুড়ি পুরসভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন মেয়র গৌতম দেব।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল , ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পরিবহন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।
এদিনের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, “যানজট শহরের একটা বড় সমস্যা। যানজট কমাতে বড় গাড়ি শহরের বাইরে দিয়ে পরিচালনা করানো হবে। টোটো ও অটোর সমস্যা মেটাতে তাদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। গ্রীন বেঞ্চের নিয়ম অনুযায়ী শহরের ভিতর থেকে খাটাল সরানো হবে। নদীর ধারে গাড়ি ধোয়া করা যাবে না।” এছাড়াও তিনি বলেন, “পণ্যবাহী গাড়ি শহরে চলাচলের জন্য নির্দিষ্ট জায়গা ও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।”
অপরদিকে শিলিগুড়িতে যানজট মুক্ত করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও। যানজট সমস্যার মূল কারণ হিসেবে অযথা ফুটপাত দখল করে রাস্তার উপরে অবাধে দোকান তৈরি করে ব্যবসার অভিযোগ উঠেছে। আর এরজন্য এবার ফুটপাত দখলকারীদের সাথে আলোচনা করে ফুটপাত মুক্ত করতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা।