নিজস্ব প্রতিবেদন : যদুপতি শ্রীকৃষ্ণ কেন রাজা হতে পারেন নি,দ্বারিকা এবং মথুরায় রাজা হয়েছিলেন উগ্র সেন।কিন্তু কোন অভিশাপের জন্য, কেন রাজা হতে পারেননি শ্রীকৃষ্ণ — আধ্যাত্মিক ব্যাখা শুনতে হলে দেখুন এই ভিডিও। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে এই ব্যাখাই মেলে ধরলেন ভাগবত প্রবক্তা শ্রীধাম বৃন্দাবনবাসী ত্রিদন্ডী স্বামী শ্রীভক্তি নিলয় হরিজন মহারাজ। সেখানে এই মহারাজ আরও জানালেন,ভোগের মধ্যে কোনো শান্তি নেই। ভোগের অপর নাম হলো রোগ। আমাদের শরীরটা বৃদ্ধ হয় কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না।যতই আপনি অর্থ রোজগার করুন না কেন,মনের পেট কখনো ভরবে না।যতই সুখ ভোগ করুন না কেন,মন আপনাকে আরও সুখ ভোগের দিকে চালনা করবে।আর আপনি যত ভোগের পথে হাঁটবেন ততই আপনার রোগের পরিমাণ বাড়বে।তাই ত্যাগেই আপনার সুখ, ত্যাগেই আপনার শান্তি।
শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় শ্রীমদ ভাগবত প্রেম রসামৃত কথা। পয়লা মার্চ পর্যন্ত এই ভাগবত রসামৃত কথা চলে। প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সেই ভাগবত কথা চলে। সেই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজক বা আহ্বায়ক হলেন মঠাচার্য স্বামী শ্রীভক্তি নিলয় জনার্দন মহারাজ। বর্তমান সময়ে নানা সমস্যা বা অবসাদের শিকার বহু মানুষ। তাদের সেই অবসাদের মধ্যে ভাগবত কথা এক সুন্দর জল সিঞ্চনের কাজ করছে। এদিন ভাগবত ব্যাখায় আরো কি বললেন এই মহারাজ দেখতে থাকুন এই ভিডিও
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: