নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃগত ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে প্রাচীন কলাকেন্দ্র এবং সৃষ্টির উদ্যোগ কথক, সেতার, ভোকাল ক্ল্যাসিক্যালের ওপর সমাগম অনুষ্ঠান হল। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সে অনুষ্ঠান হয়। সেখানে কথক, সেতার এবং ভোকাল ক্লাসিকাল এর শিল্পীদের সঙ্গে তবলা শিল্পী সুবীর অধিকারী পাল্লা দিয়ে অনুষ্ঠান মাতিয়ে দিলেন। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের তবলা শিল্পী মহলে একটি পরিচিত নাম সুবীর অধিকারী। তার প্রতিভা দেশের বিভিন্ন প্রান্ততো বটেই বিদেশেও ছড়িয়ে পড়েছে। সেই সুবীর অধিকারী শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ ৫০ মিনিট ধরে তবলার সোলো বাজিয়ে গেলেন। আর তা মন দিয়ে শুনলেন তার ছাত্রছাত্রী এবং অন্য অনেকেই। যারা ধ্রুপদী নৃত্য, গান পছন্দ করেন তাদের মনেও বেশ দাগ কাটলো সুবীরের সোলো। তবলা বাজাতে বাজাতে ঘেমে গেলেও থেমে যাননি সুবীর। বরঞ্চ একটি পর্বের পর একটি পর্ব, তার হাতের জাদুতে যেন কথা বলতে থাকে তবলা। হল জুড়ে চলতে থাকে হাততালি।সুবীরকে সেই অনুষ্ঠানে হারমোনিয়ামে সহযোগিতা করেন কলকাতার হিরন্ময় মিত্র। সুবীর জানান, তিনি এই তবলার নেশা আরো ছড়িয়ে দিতে চান নতুন প্রজন্মের মধ্যে। তবলার প্রতি তার নিষ্ঠা দেখে তার প্রতি আগ্রহ বাড়ছে বিভিন্ন শিল্পীর মধ্যে।