বিশ্ব এইডস দিবসে এইডস আক্রান্ত দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র এবং পুষ্টিকর খাবার

নিজস্ব প্রতিবেদন ঃ ডিসেম্বর মাস বছরের শেষ। আবার এই ডিসেম্বর বড় দিনের মাস। বুধবার ছিল বিশ্ব এইডস দিবস। এই বিশেষ দিনকে সামনে রেখে এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এ আর টি বিভাগে এইচ আই ভি আক্রান্ত দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র এবং পুষ্টিকর খাবার তুলে দিলো হিমালয়ান গুড নিউজ নেটওয়ার্কিং মিনিস্ট্রি। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির তত্বাবধানে বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী কৌস্তুভ দত্তের সহযোগিতায় ওই মানবিক কর্মসূচি পালিত হয়। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের এ আর টি বিভাগের সামনে এইডস সচেতনতার প্রচারও করা হয় সারাদিন ধরে। সেখানে সংঘবদ্ধের উদ্যোগে এইডস সচেতনতার একটি স্টলও শুরু হয়। হিমালয়ান গুড নিউজ নেটওয়ার্ক মিনিস্ট্রি থেকে দাওয়া সেঙ্গে ভুটিয়া এবং শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি থেকে কৌস্তুভ দত্ত জানিয়েছেন, পয়লা ডিসেম্বর যেহেতু বিশ্ব এইডস দিবস। সেই কারনে এদিন এইডস আক্রান্ত দুঃস্থ মানুষদের হাতে তাঁরা শীত বস্ত্র এবং পুষ্টিকর খাদ্য তুলে দিয়েছেন