নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ পানীয় জলের অপচয় ঠেকাতে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেনীর ছাত্র পৃথ্বীরাজ গাঙ্গুলি আবিস্কার করলো নতুন যন্ত্র প্যাডল ট্যাব। এই যন্ত্র তৈরির খরচও সামান্য, মাত্র ৭০ টাকা। বিজ্ঞান নিয়ে এখন পড়ছে পৃথ্বীরাজ।ভবিষ্যতেে ও মহাকাশ বিজ্ঞান নিয়ে কিছু কাজ করতে চায়।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পাশে বাড়ি দুঃস্থ ও মেধাবী ছাত্র পৃথ্বীরাজের। ওর বাবা বিজয় গাঙ্গুলি সামান্য পুরোহিত। মাধ্যমিকেে সব বিষয়ে লেটার নিয়ে ও ৬৪৬ নম্বর পেয়েছিল। পড়ার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ও কাজ করতে ভালোবাসে। ফিজিক্স ও অঙ্ক ওর অন্যতম প্রিয় বিষয়। বেশ কিছুদিন ধরে ও ভাবছিলো পানীয় জলের অপচয় কিভাবে বন্ধ করা যায়। হঠাৎ একদিন ও একটি মিস্টির দোকানে খেয়াল করে প্যাডেল ডাস্টবিন। পা দিয়ে চাপ দিলেই ঢাকনা খুলে যাওয়া ডাস্টবিন দেখে ওর মাথায় খেলে যায়,পা দিয়ে চাপ দিলে যাদি ডাস্টবিনের ঢাকনা খোলে তবে ওরকম পদ্ধতিতেই জলের ট্যাপকলের জল অপচয় কি বন্ধ করা যায় না? এ ভাবনা থেকেই ও বের করে ফেলে প্যাডেল ট্যাপ। পা দিয়ে চাপ দিলেই জল পড়বে আর চাপ তুলে নিলেই জল পড়া বন্ধ হয়ে যাবে। পৃথ্বীরাজের বক্তব্য, বিভিন্ন টাইম কলের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করলে জলের অপচয় বন্ধ করা যায়। শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য শরদিন্দু চক্রবর্তী পৃথ্বীরাজের এই উদ্ভাবনী শক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন,পুরসভার টাইম কল থেক অনবরত জলের অপচয় তাদের কাছে চিন্তার বিষয়। জলের অপচয় বন্ধ করতে বিকল্প কি করা যায় তা নিয়ে তার ভাবছিলেন। পৃথ্বীরাজের আবিষ্কার তাদের কাছে খুশির খবর। তার পৃথ্বীরাজের সঙ্গে যোগাযোগ করবেন।