
নিজস্ব প্রতিবেদন ঃডেঙ্গু সচেতনতার কথা মাথায় রেখে শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি রবিবার একশোরও বেশি মানুষের মধ্যে মশারি বিতরণ করলো।তার সঙ্গে শিলিগুড়ির অতীত দিনের খেলোয়াড়দের সম্মান জানানো হলো।এদিন শিলিগুড়ি সংহতি মোড়ের রাজা রামমোহন রায় রোডে এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন হয়।টানা চার বছরেরও বেশি সময় ধরে শিলিগুড়ি ও তার আশপাশে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছে ওই সংস্থা। কিন্তু তাদের কোনো অফিস এতদিন ছিলো না। এদিন সেই অফিসেরই উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংস্থার সম্পাদক নবকুমার বসাক জানিয়েছেন, এদিন তাঁরা অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু সচেতনতায় প্রচার চালান। সকালে শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিকেলে যোগা প্রদর্শনীও ছিলো সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে।
