রাজ্যের ১২ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১ অক্টোবরঃ জাতির জনক মহাত্মা গান্ধীকে উৎসর্গ করেই রাজ্যের ১২ হাজার কিলোমিটার রাস্তার পুনর্নির্মান ও সংস্কারের কাজ শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে উত্তরকন্যা লাগোয়া ফুলবাড়িতে এক অনুষ্ঠানে শিলান্যাসের মাধ্যমে এই কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, করোনা আবহে দীর্ঘ ৮ মাস ধরে রাস্তা সংস্কারের কাজ হাত লাগান যায়নি। এর পাশাপাশি আমফান, প্রবল বর্ষনে ভেঙ্গে পড়েছে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে তারা আগামী ৩ মাসের মধ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তার কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছেন। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। ‘দিদিকে বলো’ কর্মসূচীতে বহু মানুষ রাস্তা নির্মানের দাবী করে আবেদন জানিয়েছিলেন। সেই সব দাবী এবার পূরন করা হচ্ছে। এই নির্মান কাজে যদি কেও বাধা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এই ১২ হাজার কিলোমিটার রাস্তা যদি ৩ বছরের আগে অচল হয়, তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ঠিকাদারী সংস্থাকে।