নিজস্ব প্রতিবেদন ঃ পুলিশ কর্মীদের রাখি পড়িয়ে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করলো গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন। মঙ্গলবার তাদের সেই কর্মসূচি শুরু হয় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা দাহালের নেতৃত্বে। এই কর্মসূচি শুরু হয় প্রথমে শিলিগুড়ি ভক্তিনগর মেট্রোপলিটন পুলিশের এসআই অমরেশ সিংয়ের হাতে রাখি পড়িয়ে। তাকে মিষ্টি মুখ করিয়ে তার সঙ্গে বৃক্ষ রোপনের জন্য তার হাতে দশটি গাছের চারা তুলে দেওয়া হয়। এরপর ভক্তিনগর ট্রাফিক গার্ডের এসআই দিনেশ চন্দ্র নির্মাণ, এসআই হিরেন্দ্র রায়,এ এসআই সমীরন দাস, শুভদীপ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ দাস এবং ধীরেন্দ্র দাহালের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। তার সঙ্গে তাদের হাতে সবুজায়নের জন্য দশটি করে গাছের চারা বিতরণ করা হয়। শিলিগুড়ি থানার আই সি অনির্বাণ ভট্টাচার্যকেও রাখি পরিয়ে মিষ্টি মুখের পাশাপাশি দশটি গাছের চারা বিতরণ করা হয় রোপন করবার জন্য। এর বাইরে চম্পাসারি হিমালি শহীদ নগর, দার্জিলিং মোড় ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে রাখি পড়ানো হয়। জি এইচ আর পিস ফাউন্ডেশনের এই রাখি বন্ধন কর্মসূচি সফল করবার জন্য সংস্থার তরফে বিন্দু শর্মা ছাড়াও সহ-সভাপতি পম্পা রায়, শম্পা সরকার, গায়ত্রী থাপা শর্মা, সারিকা গুপ্তা, তানিয়া হালদার, সাগরিকা তেওয়ারি এবং আরতি তামাং বিশেষ ভূমিকা পালন করেন। তাদের এই অভিনব রাখি বন্ধন পুলিশ কর্মীদের মধ্যে বেশ সাড়া ফেলে। জি এইচ আর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা বিন্দু শর্মা জানিয়েছেন, সারা বছর ধরে পুলিশ কর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণে পরিশ্রম করে চলেছেন জন স্বার্থে। সেই কারণে পুলিশ কর্মীদের রাখি পড়িয়ে এক অন্যরকম বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি চারদিকে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—