পুলিশ দিবসে ভবঘুরে পিতাপুত্রকে নিজের হাতে জামাকাপড় পরিয়ে দিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি

নিজস্ব প্রতিবেদনঃ বুধবার সারা রাজ্যব্যাপী সাড়ম্বরে পালিত হচ্ছে পুলিশ দিবস। এই পুলিশ দিবসে ব্যতিক্রমী চিত্র ধরা পরল মালদহের হরিশ্চন্দ্রপুর থানায়। এদিন এক ভবঘুরে দরিদ্র পিতা- পুত্রকে থানায় ডেকে এনে পোশাক পরিয়ে দিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি। পুলিশ দিবসে এমনই এক মানবিক রূপ ধরা পরল হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনের। এদিন সকাল থেকেই পুলিশ দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর থানায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুলিশ প্যারেডের সাথে এলাকার মানুষদের মাক্স বিতরণ, হেলমেট বিহীন চালকদের হেলমেট ও চকলেট বিতরণ, তার সঙ্গে সঙ্গে পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বার্তা প্রচার করে হরিশ্চন্দ্রপুর পুলিশ। তবে এরই মধ্যে হরিশ্চন্দ্রপুর বাইসা বাগান এলাকার এক ভবঘুরে পিতা-পুত্রকে থানায় ডেকে এনে নিজের হাতে পোশাক পরিয়ে দিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস। এদিন পুলিশের এই মানবিক রূপ দেখে আপ্লুত হয়ে পড়েন ভবঘুরে পিতা-পুত্র। চোখের জল ধরে রাখতে পারেননি তারা।
ভবঘুরে পিতা অমল বেদ বলেন , আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মধু সংগ্রহ করি। আজও সকাল বেলায় যথারীতি ছেলেকে সঙ্গে নিয়ে মধু সংগ্রহ করতে বেড়িয়ে ছিলাম। আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর বাইসা এলাকায়। থানার সামনে আসতেই কয়েকজন পুলিশ আমাকে ডেকে ভেতরে নিয়ে যায়। সেখানেই থানার দারোগা সাহেব আমাদের বাবা ও ছেলেকে দু’জনকেই নতুন পোশাক পরিয়ে দেন। আমাদেরকে যখন ওরা ভেতরে নিয়ে যায় প্রথমে ভয় লেগেছিল। কিন্তু ভেতরে নিয়ে গিয়ে আইসি সাহেব যখন আমাদের হাতে নতুন পোশাক তুলে দিলেন তখন সত্যিই আমাদের খুব ভালো লাগলো।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আজ পুলিশ দিবস। অন্যান্য বারের মতো এবারও আমরা পুলিশ দিবসে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রাস্তাঘাটে এলাকার মানুষদের মাস্ক বিতরণ করেছি তেমনই হেলমেট বিহীন চালকদের নতুন হেলমেট প্রদান করা হয়েছে এবং রাস্তাঘাটে নিরাপত্তাজনিত বিভিন্ন রকম সতর্কবাণী চালক ও পথচারীদের প্রদান করা হয়েছে। এছাড়াও গাড়ি-চালকদের সিট বেল্ট বেঁধে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন থানার সামনে পুলিশ দিবস পালনের সময় আমরা এক ভবঘুরে পিতা-পুত্রকে দেখতে পাই যাদের গায়ে কোন জামা কাপড় ছিলনা। আজ এই বিশেষ দিনে ওদেরকে আমরা নতুন জামা-কাপড় প্রদান করা হল।