নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র অরিজিৎ ব্যানার্জী কানাডায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ “ইন্টারন্যাশনাল অনলাইন মিউজিক কম্পিটিশন, ২০২১”-এ ‘ইন্সট্রুমেন্টাল সোলো, পারকাশন’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ‘পাখোয়াজ’ বাদনে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, কানাডার প্রতিযোগীদের মধ্যে থেকে তার এই সাফল্য নিঃসন্দেহে দেশমাতৃকা ভারতকে গৌরবান্বিত করেছে। একইসঙ্গে অরিজিৎ তার শহর শিলিগুড়ি, তার বিদ্যালয় ‘শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়’, তার মায়ের শহর বালুরঘাট এবং তার বাবার গ্রাম বীরভূমের রামচন্দ্রপুরকে গর্বিত করেছে।
এই অনুষ্ঠানের বিচারক ছিলেন কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্বগন যেমন
কলকাতার পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, মুম্বাইয়ের
উস্তাদ ফজল কুরেশি সাহেব,
পন্ডিত রূপক কুলকার্নি , দিল্লির
উস্তাদ আক্রম খান সাহেব।
বর্তমান এই অতিমারি পরিস্থিতিতে উচ্চাঙ্গ সঙ্গীতের বিরল ধারায় এই ছোট্ট ছেলেটির সাফল্য এক ঝলক টাটকা বাতাস। ইতিপূর্বে গতবছর ২০২০ সালে কলকাতার “কলা-রসিকা ফাউন্ডেশন” এবং চন্ডীগড়ের “প্রাচীন কলা কেন্দ্র” এই দুই সংস্থার যৌথ আয়োজিত ভার্চুয়াল কম্পিটিশনে সে প্রথম হয়ে এবছরের গোড়ায় দুবাই ও ব্যাংককে পারফর্ম করার সুযোগ পেলেও অতিমারিজনিত পরিস্থিতির কারণে যাওয়া হয়ে ওঠে নি। আজকের এই সাফল্য কিছুটা হলেও সেই ব্যথার উপশম করল।
অরিজিতের পাখোয়াজের গুরু পিতা সঞ্জয় কুমার ব্যানার্জি ও শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা গুরু মা কেয়া ব্যানার্জি।বর্তমান পাখোয়াজ শিক্ষা গুরু দাদাগুরুজী কলকাতার মৃদঙ্গাচার্য গুরুদাস ঘোষ।