দেবী দুর্গার ভরসায় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎ শিল্পীরা

নিজস্ব প্রতিবেদন ঃ মাটি থেকে শুরু করে খড়, বাঁশ, সুতলি সবকিছুর দাম বেড়েছে। আবার প্রতিমা তৈরির জন্য আগের মতো বায়নাও নেই। ফলে মা দুর্গার নাম নিয়েই দুর্গা প্রতিমা তৈরি করছেন শিলিগুড়ি কুমোরটুলির মৃৎ শিল্পীরা। যদিও এইসময় তাদের বেশি ব্যস্ততা গনেশ প্রতিমা তৈরি নিয়ে। চলতি মাসেই গনেশ চতুর্থী।মৃৎ শিল্পীরা বলছেন,এবারে তাঁরা লক্ষ্য করছেন গতবছরের তুলনায় বেশি করে গনেশ প্রতিমা তৈরির বায়না হয়েছে। দুর্গা প্রতিমা তৈরির বায়না সেই অনুপাতে এখন নেই বললেই চলে। আবার বেশ কিছু মৃৎ শিল্পী চিন্তায় রয়েছেন। কেননা তাদের অনেকের টিকা এখনো নেওয়া হয়নি।শিলিগুড়ি কুমোরটুলিতে মৃৎ শিল্পীদের টিকাকরন শিবির এখনও হয়নি। সবমিলিয়ে একপ্রকার চ্যালেঞ্জ নিয়েই দেবী দুর্গার দিকে তাকিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে মেতেছেন শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীরা।