সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যেতেই ব্যবসার সম্প্রসারণ করছেন এই দম্পতি

নিজস্ব প্রতিবেদন ঃ সারা বছর ধরেই মানবিক ও সামাজিক কাজ করে এই দম্পতি।স্বামীর নাম কৌস্তুভ দত্ত, স্ত্রীর নাম রোজলি দত্ত। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির মাধ্যমে তাঁরা সারা বছর ধরেই মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করেন।শুধু তাই নয়,উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি এলাকায় অনগ্রসর মহিলাদের স্বনির্ভর করার জন্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রোজলি দত্ত। বহু অনগ্রসর মহিলাকে স্বনির্ভর করার জন্য সেলাই শেখাচ্ছেন রোজলি। আর এই ধরনের সামাজিক ও মানবিক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য ব্যবসার প্রসারও প্রয়োজন। সেই দিকে তাকিয়ে রবিবার শিলিগুড়ি ঘোঘোমালির কাছে মেইন রোডের ধারে তিলক সাধু মোড়ে শুরু হয়েছে দ্য রোজলিজ। সমাজসেবী কৌস্তভ দত্ত এবং রোজলি দত্ত জানিয়েছেন, তাঁরা সামজিক ও মানবিক কাজ চালিয়ে যেতেই নতুন ওই ব্যবসা প্রতিষ্ঠান খুললেন।সেখানে মহিলাদের নানান পোশাক পাওয়া যাচ্ছে। স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলোর পন্যও সেখানে রাখা হবে বলে রোজলি জানিয়েছেন। আর সেসবের দামও সাধারণের আয়ত্ত্বের মধ্যেই থাকছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —