মনসামঙ্গল কাব্য ও বিষহরি গান নিয়ে অন্যরকম অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ “মনসামঙ্গল কাব্য ও বিষহরি” গান নিয়ে রবিবার ৩১ জুলাই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ‘এক মুঠো রোদ’ এর ব্যবস্থাপনায় রাধা গোবিন্দ মন্দিরে এক অন্যরকম অনুষ্ঠান হয়।
মূলতঃ মনসামঙ্গল কাব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেই অনুষ্ঠানে । চন্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল,শীতলা মঙ্গল, অন্নদা মঙ্গল এবং আরও মঙ্গল কাব্য পরিবেশিত হয় অনুষ্ঠানে । চাঁদ সওদাগর, লক্ষ্মীন্দর, বেহুলা বাংলার এইসব পৌরানিক সাহিত্য বিস্মৃতির অতলে চলে যাচ্ছে।
তাই ওই অনুষ্ঠান অন্যরকম হয়ে ওঠে বলে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন।