![IMG_20220801_094613](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220801_094613-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। তার আগে দেশের জাতীয় পতাকা সম্পর্কে সকলকে সচেতন করার কাজে নেমেছে ভারত বিকাশ পরিষদ। জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এই পতাকা উত্তোলন করতে হয়,কিভাবে পতাকা নামাতে হয় সবই উল্লেখ করা আছে ওই পুস্তিকাতে।ভারত বিকাশ পরিষদ জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য ওই পুস্তিকা বিলি করছে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যেও।