নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : করোনা আবহে সারা বিশ্বের সাথে কোচবিহার এও পালিত হলো ঈদ -অল – আযহা ।
করোনা আবহে গোটা দেশ যখন অসহায় হয়ে পরেছে এবং কোচবিহার জেলায় চলছে লকডাউন তখন সামাজিক দূরত্বকে বজায় রেখে পালিত ঈদ অল আযহা । গতকাল রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছিল জমায়েত না করে ঈদের নামাজ আদায় করতে হবে । আজ সকালে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করে কুচবিহারের মুসলিম সম্প্রদায় মানুষেরা ।